শিব শঙ্কর

শিব শঙ্কর
হর হর মহাদেব

Sunday, 6 January 2019

অমৃত বানী


                 অমৃতবানী 

                  বিপত্তি সময়ে চিন্তা করবেন ==বিপত্তি হল মঙ্গলময় ঈশ্বরের বিধান । তার বিধান সব সময় সকলের কল্যাণ রচনা করে থাকে । আমাদের বিশ্বাস থাকা ভালো , আমাদের মঙ্গলের জন্যই জীবনে বিপত্তি দেখা দিয়েছে , মনে রাখবেন নিকস কালো মেঘের আঁধারেই বিদ্যুৎ এর ঝলকানি লুকানো থাকে । কাল চক্রে যেমন রাতের পর দিনের আগমন , আমাদের জীবনেও তেমনি দুঃখের পর সুখ , নিরাশার পর আশা , বা প্রকৃতিতে ঝড়ের পর বসন্তের আগমন  এটাই সৃষ্টির নিয়ম । বিপদে নিজেকে রক্ষা করার এটাই প্রকৃষ্ট পথ ।

      

No comments:

Post a Comment