জ্ঞান অমৃত
আধ্যাত্মিক জীবনের সন্ধানে
শিব শঙ্কর
হর হর মহাদেব
Sunday, 6 January 2019
Tuesday, 19 September 2017
ওঁ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী , দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে ।
আদ্যাশক্তি মহামায়া আরাধনা শুরু হতে চলেছে , এই আদ্যাশক্তি আমাদের কাছে পুজিত দেবী কালি
দেবী সরস্বতি দেবী লক্ষ্মী রুপে আমাদের কাছে । দেবী শক্তি রুপে দুষ্টের দমন করেন , বিনাশ করেন আবার ভক্ত কে তিনি দেন কৃপা আর আনন্দ । মা কখন তার ভক্ত কে নিরাশ করে না । দেবী তার সাধক কে কৃপা দ্বারা সাধনার ফল দান করেন ।শারদীয় নব রাত্রি তে আসুন আমরা ভক্তি বিশ্বাস নিয়ে আমাদের দেশ থেকে অশান্তি দূর করার জন্য সমাজ রাষ্ট্রের জন্য প্রার্থনা করি , সমর্পণ ভাব নিয়ে নব রাত্রির তে নব দুর্গা পুজা করি ।
কন্যা কে বিয়ে দিতে চান নি তাই বিশিষ্ট দেবতাদের আমন্ত্রণ করলেও শিব কে আমন্ত্রণ করেননি । দেবতারা আর রাজন্যবর্গ সতী কে পত্নী রুপে পাবার জন্য সেই স্বয়ম্বর সভায় উপস্থিত হয়ে ছিলেন ।
কৈলাসবাসি মহাযোগী শিব জানতেন যে সতীই তার পত্নী হবেন তাই অনিমন্ত্রিত হয়েও হঠাৎ সেই সভায় উপস্থিত হন । সতী অন্য সবাই উপেক্ষা করে শিব কে বরমাল্য দিয়ে বরন করে । দক্ষের নিষেধ সত্ত্বে শিব সতী কে নিয়ে কৈলাশে চলে যান ।
শিবদ্বেষী দক্ষ এই ঘটনায় অপমানিত বোধ করেন , প্রতিশোধ গ্রহণের জন্য তিনি এক যজ্ঞের আয়োজন করে যেখানে তিনি দেবতা মুনি ঋষি গন্ধর্ব অস্পর ,নর , দৈত্য , সবাই কে আমন্ত্রণ করলেও শিব সতী নিমন্ত্রণ করলেন না আর তিনি বিস্মৃত হয়ে গেছেন দেবীর শর্তের কথা । নিমন্ত্রণ না পেলেও মহর্ষি নারদের কাছে এই খবর জানার সতীর পিতৃ গৃহে যাবার ইচ্ছে প্রকাশ করেন , মহাযোগী শিব বুঝতে পারেন তাকে অপমান করার জন্য এই যজ্ঞ । তাই শিব সতী বারন করেন কিন্তু সতী বলেন সে তার বিবাহ পিতৃ ইচ্ছার বিরুদ্ধে শিব কে বিবাহ করেছেন তার মানে এই নয় তিনি পিতা গৃহে যেতে হলে আবার আমন্ত্রণের অপেক্ষা কেন ? সে গেল অবশ্যি শিব নিন্দা করবেন । শিব তাকে বলেন তা যদি শুনার ইচ্ছে থাকে তাহলে সেটা তার অভিরুচি । সতীর স্মরণে দক্ষের তপস্যা তার দেওয়া শর্তের কথা । তীক্ষ্ণ দৃষ্টি তে শিব কে দেখতে লাগলেন , সতীর নেত্র থেকে অগ্নি বর্ষিত হতে লাগল । দেবী দশ মহাবিদ্যা রুপ ধরলেন তার পিতৃ গৃহে যাবার অনুমতির জন্য ।
Friday, 12 May 2017
Saturday, 18 February 2017
Subscribe to:
Comments (Atom)




